বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ নিজ এলাকার নেতা থাকতে অন্য এলাকার বা থানার কাউকে ভোট দিব না। স্বাধীনতার পর থেকে বোয়ালমারী ও মধুখালীর নেতাদের ভোট দিয়ে আসছি। ওই নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের আলফাডাঙ্গার উন্নয়ন করতে ভুলে যান। ব্যস্ত থাকেন বোয়ালমারী ও মধুখালী অঞ্চল নিয়ে। মাঝখান থেকে বিভিন্ন উন্নয়ন ও সাহায্য থেকে বঞ্চিত হই আমরা আলফাডাঙ্গার জনসাধারণ। আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে আলফাডাঙ্গা থেকে ৯৫ ভাগ ভোটারা ভোট দিয়ে থাকে। আলফাডাঙ্গার ভোটে আমাদের আওয়ামীলীগের প্রার্থী জয়ী হয় প্রতিবারই। অতিতে সাবেক এমপি আব্দুর রব মাস্টার, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজ ও বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাহেবদের নির্বাচিত করার একমাত্র কারিগর আলফাডাঙ্গা আওয়ামীলীগের নেতৃমূল নেতাকর্মীরা। আমরা এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর কোনো ভুল করবো না। আমরা আমাদের এলাকার আলফাডাঙ্গার কৃতি সন্তান সমাজ সেবক আরিফুর রহমান দোলনকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো এবং নিজ এলাকার উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করব।
সূত্র: আলফাডাঙ্গা, মধুখালী, বোয়ালমারী এই তিন উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদ নির্বাচন আসন ফরিদপুর-১। উপরোক্ত বিষয়ে কথাগুলো বললেন আলফাডাঙ্গার আওয়ামীলীগের প্রায় শতাধীক তৃণমূলনেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক সমস্যা থাকার কারণে তৃণমূল নেতাকর্মীরা তাদের নাম, পদ পদবী ব্যবহার করতে বারণ থাকায় তাদের নাম ঠিকানা গোপন রাখা হলো। বর্তমানে ফরিদপুর-১ আসনের আওয়ামীলীগ নেতাকর্মীরা তিন/চারটি গ্রæপে বিভক্ত হয়ে রাজনীতি করছে। তার মধ্যে বর্তমান এমপি আব্দুর রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছেন শতকরা ৬০ ভাগ নেতাকর্মীরা। প্রবীন একাধিক রাজনৈতিক নেতারা জানান, বর্তমান এমপি আব্দুর রহমান আত্মীয়করন, হাইব্রীড নেতাকর্মীদের নিয়ে চলাফের ও নিজস্ব লোকেদের দ্বারা লুটপাট ও রাজত্ব ইত্যাদী কারণে এলাকার সাধারণ জনগণ ক্ষুব্ধ। বেশীভাগ তৃণমূল নেতাকর্মীরা সাবেক ছাত্রনেতা আলফাডাঙ্গার কৃতি সন্তান আরিফুর রহমান দোলনকে পছন্দ করছেন এবং প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে আরিফুর রহমান দোলনকে মনোনয়ন দেওয়ার জন্য । বর্তমানে বোয়ালমারী, আলফাডাঙ্গা-মধুখালী আগাম জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।