Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের সাথে ল²ীপুরে সাংবাদিকদের মতবিনিময়

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতাঃ ল²ীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও এম.এ. সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান এম এ সাত্তার। গত শুক্রবার বাদ জুমা ল²ীপুরের চন্দ্রগঞ্জ থানার বটতলী গ্রামে তার নিজস্ব বাড়ীতে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রায় একশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ এম এ সাত্তার জানান, তিনি একজন কর্মব্যস্ত মানুষ। তিনি ল²ীপুরের এবং এ জেলার সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি জানান, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ল²ীপুর-৩ আসনে এমপি নির্বাচনের অনুমতি দিলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিজয়ী হতে তিনি দেশপ্রেম, সংগঠনের আদর্শ এবং জনকল্যাণকে প্রাধান্য দেন বলে জানান তিনি। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর ইচ্ছায় তিনি ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ