Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা ঃ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রাম থেকে ইয়াবাসহ হামিদুল ইসলাম (৩০) ও কামাল হোসেন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। আটক হামিদুল ইসলাম সদর উপজেলার খড়াশুনি গ্রামের গোলাম নবীর ছেলে ও কামাল হোসেন কালীগঞ্জ উপজেলার বড়ডাঙ্গা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। সম্পর্কে ওই দুই জন শ্যালক-ভগ্নিপতি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আড়মুখী গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার পিএস আই বদিউজ্জামান ও নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মানিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯৫ পিচ ইয়াবাসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ