Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় হত্যা মামলার আসামি ছিনতাই: গুলিবিদ্ধ ২

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার জেলা সংবাদদাতা : চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার সময় পুলিশের কাছ থেকে এক হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আসামী ও বাদী পক্ষের ২জন গুলিবিদ্ধ হয়েছে।
চকরিয়া থানা সুত্রে জানা গেছে, থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৪/৫জন পুলিশ ওই গ্রামের মৃত দৌলত হোসেনের পুত্র ও কালা মিয়া হত্যা মামলার আসামী আবদুল কাদের (৫০) কে আটক করতে গেলে আসামী পক্ষের আত্বীয়-স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশ আত্বরক্ষার্তে ৩ রাউন্ড ফাকাঁ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আসামীর মেয়ে খতিজা বেগম (১৪) ও বাদীর নাতি আশেক এলাহি (২০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় আহত খতিজা বেগমকে চমেক হাসপাতালে ও আশেক এলাহিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ