Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দু’দিন ধরে বিদ্যুৎ নেই

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গত দু’দিন ধরে বিদ্যুৎ নেই। এতে বন্দীরা চরম দুর্ভোগে পড়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়ায় অবস্থিত জেলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে স্থাপতি বৈদ্যুতিক ট্রান্সফরমারটি আকষ্মিক ভাবে গত শুক্রবার সকালে বিকল হয়ে যায়। এতে পুরো কারাগার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছে, সেল, মহিলা ও পুরুষ ওয়ার্ডের বন্দীরা প্রচন্ড গরমে চরম দুর্ভোগে পড়েছে। কারাগারের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিকল হওয়া ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। জেলা কারাগারের সুপারিনটেন্ড নুরুন্নবী ভূইয়া জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা প্রহরীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানিয়েছেন, পিডাবিøউডিকে দ্রæত ট্রান্সফরমার মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। সে সাথে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে ও কারা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ঈদ ছুটির পর শুরু আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এতে কর্মচাঞ্চ্যল্যতা ফিরে এসছে বন্দরটিতে। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার পর গতকাল থেকে পুনরায় এ বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে পণ্য আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ