Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ১০

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ জন। এছাড়াও আহত হয়েছে আরো ১০জন।আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারে একটি দ্রæতগামী ট্রাকের চাপায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শনিবার) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাকলিয়া থানা পুলিশ জানায়, দ্রæতগামী একটি ট্রাক কালামিয়া বাজারে ওই ব্যক্তিকে চাপা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নগরীর দেওয়ানহাট এলাকায় ওভারব্রিজের নিচে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) সকাল ১০টায় রেলওয়ের শেড থেকে একটি ইঞ্জিন চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাওয়ার সময় তার নিচে চাপা পড়েন আয়েশা। ট্রেনে কাটা পড়ে তার শরীর দু’ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়া আয়েশা নগরীর বায়েজিদ এলাকায় থাকতেন।
ল²ীপুর জেলা সংবাদদাতা জানান, রামগঞ্জ উপজেলার কাওয়ালী ডাঙ্গা নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাহেব আলী (৩৬) নামের এক সিএনজি যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। নিহত সাহেব আলী কাঞ্চনপুর ইউপির পূর্ববিঘা গ্রামের আটিয়া বাড়ির আলতাফ আলীর ছেলে।
জানাযায়, রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কে উপজেলার কাঞ্চনপুর ইউপির কাওয়ালী ডাঙ্গা নামক স্থানে সড়কে গতকাল সকাল ৬টার দিকে রামগঞ্জ থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১১-৯৫৫৬) সাথে হাজীগঞ্জ থেকে রামগঞ্জ মুখি একটি সিএনজি অটোরিকশার (ল²ীপুর থ-১১-৩৩৫৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। গুরতর আহত জাকির হোসেন (৩৫), আবু তাহের (৭০), মোশারফ হোসেনকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুর্মুর্ষ অবস্থায় সিএনজি চালক ফারুক হোসেনকে (৪০) ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রামগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজিটি জব্দ করে। ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার সুমন আহম্মেদ (১৭) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। শনিবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরামুখি যাত্রীবাহি বাস (যশোর- জ- ১১-০০২০) কলারোয়া উপজেলা মোড়ের বাসস্ট্যান্ডে বাস থামায়। এ সময় ওই বাসের হেলপার সুমন আহম্মেদ গাড়িটির দরজার পাশে দাড়িয়ে যাত্রী তুলছিলো। এমন সময় পিছন দিক থেকে দ্রæতগতির অপর একটি যাত্রীবাহি বাস (সিলেট- জ- ১১-০৩৫৬) হেলপার সুমনকে ধাক্কা মেরে ফেলে বাসটি তার দেহের ওপর দিয়ে চলে যায়। সুমনকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং ঘাতক বাসটি আটক করে। তবে চালকসহ হেলপার-কনট্রাক্টর পালিয়ে যায়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে । গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলার মহেশপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পরে মারা যায়।
জানা যায়, উপজেলার চাপিলাকান্দা গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানসিক রোগী আবুল কাশেম (৩০) গতকাল শনিবার সকাল ৭টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রমগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গলাচিপা(পটুয়াখালী)উপজেলা সংবাদদাতা জানান, গতকাল গলাচিপায় সড়ক দূর্ঘটনায় আসলাম হাওলাদার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা-শাখারিয়া সড়কের বাদুরা বাজারের ছোট ব্রীজের পাশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ