Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসির স্ত্রীকে পেটাল দেবর

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফরিদপুরের নগরকান্দায় প্রবাসির স্ত্রীকে পিটিয়ে আহত করেছে দেবর। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে ওমান প্রবাসি মাসুদ মোল্যার স্ত্রী মাকসুদা বেগমকে (২৭) বৃহস্পতিবার সন্ধ্যায় পিটিয়ে আহত করেছে দেবর সুজাত মোল্যা। গুরুত্বর আহত অবস্থায় মাকসুদা বেগমকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাকসুদা বেগমের পিতা নুরুদ্দিন মাতুব্বর নগরকান্দা থানায় অভিযোগ করেছেন। মাকসুদার পিতার বাড়ি ভাঙ্গা উপজেলার সরইবাড়ি গ্রামে।
মাকসুদা বেগম জানান, উপজেলার ছাগলদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে মাসুদ মোল্যা ২০১৫ সালে ওমানে যান। স্বামী মাসুদ বিদেশে যাওয়ার পর থেকে স্ত্রী মাকসুদা বেগম তাদের দুই সন্তানকে নিয়ে ছাগলদী গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে মাকসুদাকে দেবর সুজাত মোল্যা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মাকসুদা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষীপ্ত হয় দেবর সুজাত। বৃহস্পতিবার সন্ধ্যায় মাকসুদা বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় হঠাৎ সুজাত হামলা চালিয়ে মাকসুদাকে এলোপাথারী পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ ব্যাপারে সুজাত মোল্যার বক্তব্য জানতে তার (০১৯৩৩-১৪৮৯১৩) মোবাইল ফোনে কল করা হলে, তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ