Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহমিদা নবীর ১৬তম একক অ্যালবাম

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১২ জুলাই, ২০১৭

অভি মঈনুদ্দীন ঃ ১৯৮৯ সালে প্রথম একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী। এরপর থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এবার ১৬ তম অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে এই অ্যালবামের চমক হচ্ছে প্রয়াত সুরকার, সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী লাকি আখান্দ’র সুরে নতুন একটি গান। ২০০৪ সালে ফাহমিদা নবীর জন্য গোলাম মোরশেদ’র লেখা ‘বিষন্নতা দিওনা আমায়’ গানের সুর করেছিলেন তিনি। সেই গান পরবর্তীতে করার সময় সুযোগ হয়ে উঠেনি ফাহমিদ নবীর। কিন্তু এবার লাকি আখান্দের সেই গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন তিনি। বেঙ্গল ফাউন্ডেশন ফাহমিদা নবীর ১৬তম একক অ্যালবাম ‘ভুল করে ভালোবেসেছি’ অ্যালবামটি প্রকাশ করছে। ঈদের আগেই কলকাতার ওম স্টুডিওতে আটটি গানের রেকর্ডিং শেষ করেছেন ফাহমিদা নবী। সবগুলো গানই গোলাম মোরশেদের লেখা। চারটি গানের সুর করেছেন নিপো, একটি গান সজীব দাস এবং বাকী দুটি গানের সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। জুলাই মাসের মাঝামাঝি অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়া হবে বলে জানান ফাহমিদা নবী। নিজের নতুন একক অ্যালবাম নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘লাকি চাচার গানটি আজ থেকে একযুগেরও বেশি সময় আগে করা। নানা কারণে গানটিতে কন্ঠ দেয়ার সময় হয়ে উঠেনি। শেষ পর্যন্ত লাকি চাচার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করতে পেরেছি বলে শান্তি পাচ্ছি। একই সময়ে আরো কিছু গান করা ছিলো। গাইতে গিয়ে মনে হয়েছে গানগুলো আমার অতি আপন। গানগুলো শ্রোতাদের শুনে ভালো লাগবে। গানগুলোর গায়কিটা একটু অন্যরকম হয়েছে।’ ফাহমিদা নবী জানান সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন আশু চক্রবর্ত্তী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ