Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে ঘায়েল করতে মাথায় ব্যান্ডেজ করে সাজানো মামলা

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে মাথায় আঘাত না থাকলেও ব্যান্ডেজ করে সাজানো মামলা দিয়ে ভূমিহীন পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ২২ জুন শরিফুল ইসলাম বাদী হয়ে ভুমিহীন পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করে। জানা যায়, কেওয়া গ্রামের ভূমিহীন মৃত আলা ফকিরের পরিবারের সাথে জুলহাস উদ্দিনের পুত্র শরিফুল ইসলামের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। আলা ফকিরের স্ত্রী ছুলেমা খাতুন অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর শাসনামলে তার স্বামী ৬০ শতাংশ জমি ভূমিহীন বন্দোবস্ত পায়। ওই জমিতে তার পরিবার কয়েক যুগ ধরে বসবাস করে আসছে। গোপনে ওই জমি জুলহাস উদ্দিন মাষ্টার তার নামে আর.এস. রেকর্ড করিয়ে নেয়। ছুলেমা খাতুন আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে। তিনি বলেন ওই জমি গ্রাস করতে শরিফুল তার পরিবারের লোকদের বিরুদ্ধে থানা ও আদালতে ১০/১২ টি অভিযোগ দিয়ে সর্বশান্ত করে ফেলেছে।

সরে জমিনে গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, গত ১৮ জুন তারিখে ঘটনা স্থলে দু’পক্ষের মধ্যে কোন সংঘর্ষ হয়নি। শাজাহানদের গাছ থেকে শরিফুল কাঁঠাল পাড়তে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনায় আলা ফকিরের কন্যা আছমা খাতুন শরিফুর গংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ