রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণ করে ধর্ষণের অভিযোগে নান্দাইল মডেল থানায় দু’ ব্যাক্তিকে আসামী করে মামলা হয়েছে। (মামলা-নং ০৩ (৭) তারিখ-০১.০৭.১৭ ইং। এলাকাবাসী ও মামলার বিবরনে জানা যায়, চন্ডীপাশা ইউনিয়নের কূলধূরুয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ইব্রাহীম (২২) খামারগাঁও গ্রামের লিটন মিয়ার দশম শ্রেণীতে পড়–য়া মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়শঃ উত্ত্যক্ত করত। গত ২৯ জুন/১৭ বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় লিটন মিয়া মা ও মেয়েকে বাড়ীতে রাখিয়া স্ত্রীসহ শশুর বাড়ীতে বেড়াতে যায়। দিবাগত রাত আনুমানিক ১১ টায় সময় লিটনের মেয়ে উঠানে দাঁড়াইয়া মোবাইলে কথা বলার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা ইব্রাহীম জোর পূর্বক ছাত্রীটিকে ধরিয়া বসত বাড়ীর পশ্চিম পার্শে¦ খালপাড় সংলগ্ন জনৈক আসন আলীর পাট ক্ষেতে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ইব্রাহীম মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে নিজ বাড়ীতে নিয়ে যায়। পর দিন ৩০ জুন শুক্রবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় মেয়েটিকে বিয়ে না করে তার সহযোগী কূলধূরুয়া গ্রামের মৃত কাদিরের পুত্র ইসমাইল(২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন টানা হেঁচরা করিয়া লিটন মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বে খালের পাড়ে রেখে চলে যায়। স্থানীয় লোকজনদের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফ.আই.আর ভুক্ত আসামী ইসমাইলকে পুলিশ গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।