Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি’র কাছে আবেদন

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে আটিবাজারের পশ্চিম জয়নগর এলাকার ভ‚মি দস্যুদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য জীবনের নিরাপত্তা চেয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি ও ঢাকা পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন ভ‚ক্তভোগি এক অসহায় পরিবার । ভ‚মি দস্যুদের বিরুদ্ধে থানায় মামলা করেও কোন সূফল পায়নি ওই ভুক্তভোগি পরিবারটি। আসামীরা সবাই আদালত থেকে জামিন পেয়ে উল্টো এখন ভুৃক্তভোগি পরিবারটিকে নানাভাবে হয়রানি করাসহ বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে ভ‚মি দস্যুদের ভয়ে ভুক্তভোগি পরিবারটি এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, ডিআইজি ও ঢাকা পুলিশ কমিশনারের কাছে দেয়া আবেদন পত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগি মোঃ মিরাজুল আলম মাসুর নামে এক ব্যক্তির তারানগর ইউনিয়নে বড়মনোহরিয়া এলাকায় পৈত্রিক সুত্রে কয়েক বিঘা জমি রয়েছে । পশ্চিম জয়নগরের স্থানীয় প্রভাবশালী ভ‚মিদস্যু আবু সিদ্দিকের সাথে ওই জমি নিয়ে তার বিরোধ রয়েছে । এই বিরোধের জের ধরে কয়েক দিন পুর্বে আবু সিদ্দিকের নেতৃত্বে ৭/৮জন লোক তার বসত বাড়িতে থাকা গরুর খামারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে মিরাজুল আলম মাসুর এবং তার অসুস্থ স্ত্রী রিনা আলম তাদের বাঁধা দিলে তারা তাদেরকে বেদম মারপিট করে। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ