Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার কলারোয়ায় বাস চাপায় হেল্পার নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ৫:২০ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলারের মৃত্যু হয়েছে। নিহত হেল্পার সুমন আহম্মেদ (১৭) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

শনিবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলা সদরের বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরামুখি যাত্রীবাহী বাস (যশোর- জ- ১১-০০২০) কলারোয়া উপজেলা মোড়ের বাস স্ট্যান্ডে বাস থামায়। এ সময় ওই বাসের হেল্পার সুমন আহম্মেদ গাড়িটির দরজার পাশে দাড়িয়ে যাত্রী তুলছিলো। এমন সময় পিছন দিক থেকে দ্রুতগতির অপর একটি যাত্রীবাহী বাস (সিলেট- জ- ১১-০৩৫৬) হেল্পার সুমনকে ধাক্কা মেরে ফেলে বাসটি তার দেহের ওপর দিয়ে চলে যায়।

সুমনকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং ঘাতক বাসটি আটক করে। তবে চালকসহ হেল্পার-কনট্রাক্টর পালিয়ে যায়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ