Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে হামলাকারীদের ফরেনসিক প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ৫:১৩ পিএম

গুলশানের হলি আর্টিজানে নিহত জঙ্গিদের ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপসাতাল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাঁচ জঙ্গির শরীরে কোনো শক্তিবর্ধক বা নেশাজাতীয় কিছু পাওয়া যায়নি। হামলার সময় তারা স্বাভাবিক ও সুস্থ মস্তিষ্কের ছিলেন।

শনিবার দুপুরে ঢামেক হাসপাতাল ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, তাদের শরীরে শক্তিবর্ধক বা নেশাজাতীয় কিছু পাওয়া যায়নি। তাদের শরীরে গুলি, জখমের চিহ্ন ও বোমার স্প্লিন্টার পাওয়া গেছে।

জঙ্গিদের ময়নাতদন্তকারী এ চিকিৎসক বলেন, নিহতদের ময়নাতদন্ত করে তাদের শরীর থেকে রক্ত, চুল ও প্রস্রাব নমুনা সংগ্রহ করা হয়। এরপরই তা বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। যা পরবর্তীতে আমাদের হাতে আসে। এরপরই আমরা নিশ্চিত হই হামলার আগে জঙ্গিরা কোনো ধরনের শক্তিবর্ধক খায়নি। আর তাদের মৃত্যু হয়েছে গুলিতে। এ ছাড়া তাদের শরীরে জখম এবং স্প্লিন্টার পাওয়া গেছে। এই প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জঙ্গিদের ফরেনসিক নমুনা এফবিআই ও ভারতীয় একটি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছিল বলে জানান সোহেল মাহমুদ।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ৫ জঙ্গি হামলা চালায়। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হয়। ওই হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। এদের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তা ছিলেন। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও একজন ভারতীয় ছিলেন। বাকিরা বাংলাদেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ