Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেড়ামারায় জঙ্গি আস্তানায় অভিযানে ৩ নারী আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১১:৩১ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরে একটি সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গতকাল শুক্রবার গভীর রাত থেকে উপজেলার বামনপাড়ার তালতলা এলাকার নাসিমা খাতুনের মালিকানাধীন ওই টিনশেড বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আজ শনিবার সকালেও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে ওই বাড়ি থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে দুই শিশু রয়েছে। এ ছাড়া সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগাজিন ও গান পাউডারও উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে নব্য জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া রয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

গুলশান হামলার প্রথম বার্ষিকীর দিন শনিবার ভোরে এই অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই মাস আগে এই টিনশেড বাড়িটি জঙ্গিরা ভাড়া নেয়। দুপুর নাগাদ ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালে পরবর্তী অভিযান চালানো হবে।

বাড়ির ভেতরে আরও কে বা কারা আছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। আশপাশের বাড়ি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ