Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে পালাতে গিয়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান র‌্যাব-৫ এর ধাওয়ায় পালাতে গিয়ে পুকুরে ঝাপ দিয়ে পানিতে ডুবে সায়েম আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সায়েম আলী রাজশাহীর পবা উপজেলার আফিনেপালপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র। তবে র‌্যাবের অভিযানে সায়েম পানিতে ডুবে মারা গেলেও তার এক সহযোগী আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তার নাম সেলিম রেজা (২৪)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার বুজুরিপাড়া গ্রামে। সে আতাহার আলী পুত্র। সেলিমের কাছ থেকে প্রায় ৮ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুই হাজার ২১০ টাকা জব্দ করা হয়েছে বলে মুঠোফোনের ক্ষুদেবার্তায় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, গাঁজা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল সুড়িপুকুর নামক এলাকার সড়কে অবস্থান নেয় র‌্যাব-৫ এর একটি দল। পরে এই দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে চড়ে ওই পথে এলে র‌্যাব তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নেমেই দৌড় দেন সায়েম। র‌্যাব সদস্যরা তখন তাকে ধাওয়া দেয়। এ সময় সায়েম এলাকার একটি পুকুরে ঝাঁপ দেন। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এর আগে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলের চালক সেলিমকে আটক করে। আর ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৮ কেজি গাঁজা। এছাড়া সেলিমের মোটরসাইকেল এবং নগদ টাকাও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদন তৈরীর সময় তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল ইসলাম জানান, সায়েমের লাশ উদ্ধার করে র‌্যাব সদস্যরাই নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ