Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হিলি সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : সীমান্তের সুরক্ষায় এবং নজরদারিতে বাড়তে দিনাজপুরের হিলি সীমান্তে দ্বিতীয় দফার আরও ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৭টি সিসি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপনের শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে হিলি চেকপোস্ট গেট থেকে রেল ষ্টেশন পর্যন্ত এক কিলোমিটার সীমান্ত জুড়ে ১৮টি সিসি ক্যামেরা ও ১৯টি সার্চলাইট স্থাপন করা হয়। এনিয়ে সীমান্তের মোট ৪ কিলোমিটার এলাকা জুড়ে ৩৫টি সিসি ক্যামেরা ও ৩৬টি সার্চলাইট স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্দোগে সীমান্তে স্থাপিত এসব সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের অবৈধ পারাপার, চোরাচালান নিয়ন্ত্রনসহ সীমান্তে নজরদারি আরো বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন বিজিবি কর্মকর্তারা। এসব সিসি ক্যামেরা দিন-রাত ২৪ঘন্টা চালু থাকবে বলেও জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ