Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী মিনহাজুল আবেদীন প্রকাশ রকিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদরের খুরুশকুল কুলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১ টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড .২২ বোর গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। সন্ত্রাসী রকি দক্ষিণ রোমালিয়ারছড়া এলাকার শফিকুর রহমান প্রকাশ শফিক্যা চোরার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, পুলিশ এ্যাসল্ট ও ডাকাতি সহ ১৭ টি মামলা বিচারাধিন রয়েছে বলে জানা গেছে।
র‌্যাব ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী রকি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষে অবৈধ অস্ত্র সহ অবস্থান করিতেছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ