Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজভীকে অবসর নিয়ে ডাক্তার দেখাতে বললেন হাছান

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা রিজভী আহমেদকে সাময়িক অবসর নিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। রিজভী হতাশা থেকে সরকারবিরোধী ঢালাও বক্তব্য দিয়ে যাচ্ছেন মন্তব্য করে এই পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন হাছান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নামে আওয়ামী লীগপন্থী একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।
বৃহস্পতিবার পাস হওয়া বাজটকে গণবিরোধী, উদ্ভট তামাশা, জীবনযাত্রার মান নিম্নমুখী করা, মূল্যস্ফীতি বৃদ্ধিসহ জনগণের পকেট কাটার বাজেট বলেছেন রিজভী। এ ছাড়াও প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
পাস হওয়া বাজেটে জনগণকে বিভ্রান্ত করার মতো কোন বিষয় না পাওয়ায় রিজভী আহমেদ হতাশা থেকে আবোল তাবোল বলছেন বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি বলেন, আমি আপনাকে (রিজভী) ডাক্তারা দেখানোর পরামর্শ দেবো। কারণ, গৎবাঁধা ভাঙা রেকর্ড যে বাজিয়ে যাচ্ছেন তা মানুষ আজ শুনতে শুনতে ত্যক্তবিরক্ত হয়েছে। বিএনপি মনে করেছিল এই বাজেটে জনগণকে বিভ্রান্ত করার মতো কিছু আইটেম পাবে। কিন্তু এই বাজেটে তারা সে রকম কোন কিছুই পায় নাই, এ জন্য বিএনপি হতাশ। হাছান মাহমুদ বলেন, অবশ্যই বাজেটের সমালোচনা হবে। আপনাদের বাজেট নিয়ে যদি কোন কথা থাকে, তাহলে বলুন। তবে আপনারা যে গৎবাঁধা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন, সেটি আর বাজাবেন না।
রিজভীকে উদ্দেশ্য করে হাছান বলেন, আপনার গত কয়েক দিনের বক্তব্যে মনে হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব বিদেশে যাওয়ার পর আপনি আশা করেছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব হবেন। কিন্তু খালেদা জিয়া তা দেন নাই, এ কারণে কথাবার্তার মাত্রা একটু বাড়িয়ে দিয়েছেন। আপনি হতাশ। আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি একটু ডাক্তার দেখান। হাছান মাহমুদ বলেন, পৃথিবীকে অবাক করে দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অদম্য এগিয়ে চলছে। বাংলাদেশের অগ্রগতির চাকাকে বিএনপি, জামায়াত দুর্নীতি আর দুঃশাসনে মাধ্যমে থামিয়ে দিয়েছিল। সেই চাকাকে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের মাধ্যমে সেই চাকাকে ধাবমান চাকায় রূপান্তরিত করেছে।
বাজেটকে উচ্চাভিলাসী উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যাদের কোন স্বপ্ন নাই, তাদের স্বপ্ন বাস্তবায়নের তাগাদা নেই। আমরা জাতিকে স্বপ্ন দেখিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের, সেটি আজ আর কোনো স্বপ্ন নয়, বাস্তবায়ন হয়েছে। আমরা অতীতেও উচ্চাভিলাসী বাজেট দিয়েছি, সেই বাজেট বাস্তবায়নও করেছি। যারা এই বাজেটের সমালোচনা করছেন, আপনাদের মুখে ছাঁই দিয়ে এই বাজেটও বাস্তবায়ন হবে। আলোচনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলেন, আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ আবার সেই ৭৫ পরবর্তীর মতো অবস্থা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ