Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ শাহরিয়ার নোমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে নগরীর ইসলাম কমিশনারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড গুলি এবং ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক জানান, শুক্রবার সকালে সিদ্দিকীয়া মহল্লার ২/৫ হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা সন্ত্রাসী মোঃ শাহরিয়ার নোমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ