Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ছাত্র সুদীপ্ত দের (১৭) লাশ সোনাদিয়া সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে তার মৃতদেহটি পাওয়া যায়। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে। লাশ উদ্ধারের পর তা শনাক্ত করেন তার মামা সুমন পাল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নৌ বাহিনীর সদস্যরা এ মৃতদেহটি উদ্ধার করেন। এটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গ এ আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। সুদ্বীপ্ত গত মঙ্গলবার সকাল ১০ টায় সৈকতের লাবণী পয়েন্টে স্নান করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ