বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : নুরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক বিশিষ্ট আলেমে দ্বীন ক্বারী মাওলানা বেলায়েত হুসাইনে রুহের মাগফেরাত কামনা করে বাদ যোহর নেছারাবাদ দরবার শরীফে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বাদ যোহর মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত নেছারাবাদী হুজুর (দা.বা.)।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে হযরত নেছারাবাদী হুজুর বলেন, “কুরআন শিক্ষার নূরানী পদ্ধতির উদ্ভাবক দ্বীনের এই মহান খাদেমের খেদমতের উসিলায় সমগ্র বাংলাদেশে হাজার হাজার নূরানী মাদরাসা গড়ে উঠেছে এবং দেশের অগণিত শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ সহ সকল শ্রেণী-পেশার মানুষ সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে শিখেছে। তিনি একাধিকবার নেছারাবাদ এসেছিলেন। অসুস্থতা, বার্ধক্য কিংবা আর্থিক দৈন্যতা কোনো কিছুই দ্বীনের খেদমত থেকে তাকে বিচ্যুত করতে পারেনি। আল্লাহর উপর অবিচল আস্থাশীলতা তথা তাওয়াক্কুলের মূর্ত প্রতীক ছিলেন তিনি। সকল শ্রেণী পেশার মানুষ যাতে সহজে কুরআন শিখতে পারে সে জন্য তিনি নূরানী পদ্ধতির উদ্ভাবন করেন। আল্লাহ তায়ালা তাঁর এই চেষ্টাকে কবুল করুক।” তিনি বলেন, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. যেমনিভাবে সারা জীবন কেবলমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা রেখে তাঁর সন্তুষ্টি অর্জনে কাজ করে গেছেন তেমনি হযরত ক্বারী বেলায়েত হুসাইন (রহ.) রেখে গেলেন তাওয়াক্কুলের উজ্জ্বল দৃষ্টান্ত।”
সংক্ষিপ্ত বক্তব্য শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া করেন হযরত নেছারাবাদী হুজুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।