Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত করলো মাদক বিক্রেতারা

মাদক বিক্রিতে বাধা দেয়ায়

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক বিক্রেতারা নাজমুল হাসান নামে এক কলেজ শিক্ষার্থীকে ইট দিয়ে মাথা থেতলে ও রড দিয়ে পিটিতে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে ওই শিক্ষার্থীকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয়া হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিনপাড়া প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাজমুল হাসানের বাবা আবুল হোসেন জানান, একই এলাকার মাদক ব্যবসায়ী শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয় দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। আহত কলেজ শিক্ষার্থীর পিতা আবুল হোসেন মাদক ব্যবসায়ীদের মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করেন। এর জের ধরে শুক্রবার দুপুরে আবুল হোসেনের ছেলে নাজমুল হাসানকে রাস্তায় একা পেয়ে মাদক বিক্রেতা শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয়, ইব্রাহিম, সাজ্জাদ, জসিম, শাকিল, সেলিমসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই শিক্ষার্থীর পথরোধ করেন। পথরোধের কারন জিজ্ঞাসা করলে মাদক বিক্রেতারা নাজমুল হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় নাঈম ইট দিয়ে নাজমুলের মাথা থেতলে গুরুতর আহত করে। নাজমুল হাসানকে বাঁচাতে তার মামা সোহেল এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে মাদক বিক্রেতারা এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেকঅভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ