বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নুরুন্নবী ও সাবেক উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আলাদা ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া প্রকল্পের সভাপতি সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবিব ও সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন আক্তারকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান বর্তমানে দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলায় কর্মরত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদুক) রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোজাহার আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে সুন্দরগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অনুকূলে সরকারি অর্থ বরাদ্দ করা হয়। এসব প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার শহর ও ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারের কথা। কিন্তু অধিকাংশ প্রকল্পে কোনও কাজ না করে পিআইও নুরুন্নবী ও সাবেক উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমানসহ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা যোগসাজশ করে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে। এছাড়া অনেক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আরও জানান, প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদক রংপুর অঞ্চলের সহকারী উপ-পরিচালক সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।