Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কায় ৪জন নিহত

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১১:৩৬ এএম

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকাগামী এশিয়া এক্সক্লুসিভের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার ও চালকের সহযোগী মারা গেছেন। এছাড়া এশিয়া এক্সক্লুসিভের একজন যাত্রী মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ