Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিকে ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য -মোস্তাফিজুর রহমান

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। কুড়িগ্রাম-৩ আসনের এ কে এম মাঈদুল ইসলাম এমপির প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ২০ হাজার ৫১৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। মন্ত্রী  বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এই পদে নিয়োগ সরকারি কর্মকমিশন  থেকে সম্পন্ন হবে। ইতিমধ্যে, ৩৪তম বিসিএস থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করে ৮শ’ ৯৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নিয়োগের জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও পুলিশ প্রত্যয়নের কার্যক্রম চলমান রয়েছে। ভোলা-২ আসনের সরকার দলীয় এমপি আলী আজমের এম প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভরণ নির্মাণের  পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা ভিত্তিতে প্রকল্পের মাধ্যমে ভবন / শ্রেনীকক্ষ নির্মাণের পরিকল্পনা আছে এবং এ লক্ষ্যে একটি প্রকল্পের একনের অনুমোদিত হয়েছে যা কাযক্রম ২০১৭-১৮ অর্থ বছরে হতে শুরু হবে। চট্টগ্রাম-১১ আসনের সরকার দলী এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে নেয়া পদক্ষেপ অনুযায়ী দেশের বিদ্যালয় বিহীন প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা অংশ হিসেবে সরকার কর্তৃক সম্পুর্ণ নিজস্ব অর্থায়নে বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়।আগামী ডিসেম্বর মাসে এ প্রকল্পের মেয়া শেষ হবে। ইতোমধ্যে ১৩৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ণিমাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৯১ শতাংশ। অবশিষ্ট বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ