Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাসে ফিরলো প্রাথমিকের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১:৩৪ পিএম

প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরলো প্রাথমিকের শিক্ষার্থীরা। ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত।

বুধবার সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এখনই খুলছে না প্রাক-প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিকে ২১ রমজান থেকে শুরু হবে ঈদের ছুটি। ঈদের পর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেহেতু স্বাভাবিক সময়ের মতোই ক্লাস হবে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা। প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম শুরু হবে আরো দুই সপ্তাহ পর।

এর আগে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান।

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ২ মার্চ শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চালানোর সিদ্ধান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয়

১৮ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ