Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে এমপি মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এবার নতুন মুখের আধিক্য

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম


মিজানুর রহমান তোতা : রাজনীতিতে পোড় খাওয়া, অনেক অভিজ্ঞতা, অনেক চড়াই উৎড়াই পার কিংবা চুলে পাক ধরতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে-এমন ধারণা একসময় ছিল। এখন সময় পাল্টে গেছে। পরিবর্তনের হাওয়ায় জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে রাজনীতিতে পাকা বা কাঁচা কোন ফ্যাক্টর নয়। প্রবীণদের পাশাপাশি নবীনরাও রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। অনেকক্ষেত্রে নবীনরাই বেশী প্রাধান্য পাচ্ছেন। স্বাধীনতার প্রবেশদ্বার, আন্দোলন সংগ্রামের পীঠস্থান যশোরের রাজনীতিতেও এখন নবীণরা প্রাধান্য পাচ্ছে। এর ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নতুন মুখের আধিক্য দেখা যাচ্ছে। তাদের নামটাই ভোট রাজনীতির মাঠে জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
যশোরের র্জানীতিতে নিকট অতীতেও প্রবীণদের মধ্যে যারা ছিলেন ডাকসাইটে। তারা এখন অনেকটাই নীরব। তাদের স্থলে সরব হয়ে উঠেছেন নবীনরা। প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দিন যত এগিয়ে আসছে ততই বড় হচ্ছে। প্রতিটি আসনেই মনোনয়ন প্রত্যাশীরা অতিমাত্রায় তৎপর। যশোরের ৬টি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাসে স্ব স্ব দলের কেন্দ্রে লবিং জোরদার করা হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান এমপি যারা বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন, হয়েছেন বিতর্কিত কিংবা ক্ষমতায় থেকে দল ও জনকল্যাণে রাজনীতির বদলে ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দিয়েছেন। তাদের অবস্থা একেবারেই নড়বড়ে। মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলার জন্য নিজেরাই দায়ী বলে মনে করছেন দলীয় নেতা ও কর্মীরা। তাদের মতে. কিভাবে কতটা জনপ্রিয়তায় বড় ফাটল ধরেছে তা তারা নিজেরা আন্দাজ করতে পারছেন না বলে সূত্রমতে প্রকাশ। কেন্দ্র তাদের মনোনয়ন দিলেও ভরাডুবির আশঙ্কা থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের কথা, দশম সংসদের একতরফা নির্বাচনে যশোরের ৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছিলেন বা এমপি হওয়ার সুযোগ পেয়েছিলেন, একাদশ সংসদ নির্বাচনে সেটি হওয়ার সুযোগ নেই। কারণ একাদশ সংসদ নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ণ। এমপি হওয়ার সুযোগ পেয়ে কেউ কেউ দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করা কিংবা জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কস্থাপনে ব্যর্থ হয়েছেন। কারো কারো বদ্ধমুল ধারণা, নানা কোটায়, অমুক প্রভাবশালী নেতার আশীর্বাদপুষ্ট  হওয়ায় কিংবা অর্থের জোর ও কেন্দ্রে জোরালো লবিংএ মনোনয়নের টিকিট মিলবে। সূত্রমতে, মাঠের ভোট রাজনীতির যে চিত্র, এমনকি দলীয় সেতা কর্মী ও সমর্থকদের যে মনোভাব তাতে টিকিট পেলেও বৈতরণী পার হওয়া কঠিন হবে। প্রতিটি আসনেই প্রধান বিরোধীদল বিএনপি’র একাধিক শক্তিশালী প্রার্থী মাঠে নেমেছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ তৃণমূলের বাস্তবচিত্র সংগ্রহ করে ও গোয়েন্দা রিপোর্ট বিশ্লেষণ করে এবং সার্বিক খোঁজ খবর নিয়ে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে এমন তথ্য দিয়েছে দলীয় একাধিক সূত্র।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপিরা ছাড়াও নতুন মুখের তালিকায় আছেন, শাহিন চাকলাদার, কামরুল হাসান বারী, শহিদুল ইসলাম মিলন, এম এ মজিদ, এনামুল হক বাবুল, এস এম হাবিব, এডঃ রায়হান, এইচ এম আমির হোসেন।  বিএনপির যারা নতুন মুখ তারা হচ্ছেন, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, মতিয়ার রহমান ফারাজী, তাহের সিদ্দিকী, সাবিরা নাজমুল মুন্নী, মোর্তজা এলাহী টিপু, শহীদ ইকবাল,আবুল হোসেন আজাদ, বদরুজ্জামান মিন্টু। মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন কেন্দ্র তাদের মাঠচিত্র সংগ্রহ করে মূল্যায়ন করবে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যশোর আসনে ভিন্নতা আছে। যশোর সদর আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম অসুস্থ্যতার কারণে যদি নির্বাচন না করেন তাহলেই নতুন মুখ মাঠে থাকবে। সদরের প্রত্যাশীদের কথা, আমাদের মুরব্বী নির্বাচন করলে মনোনয়ন প্রত্যাশার প্রশ্নই ওঠে না। তবে তিনি না করলে মাঠে আছি।  
সকল রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থকরাই বর্তমানে আগের চেয়ে অতিমাত্রায় চাঙ্গা। সবার দলীয় কর্মকান্ডও নির্বাচনকেন্দ্রিক। এখন নেতা ও কর্মীরা রীতিমতো মাঠে নেমে পড়েছেন। রমজানে ইফতার মাহফিলকে ঘিরে চলেছে ভোট রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলের বক্তব্য, যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান  রাজনীতির নানা হিসাব-নিকাশ চলছে। রাজনীতি সচেতন মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীরভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ