Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চন্দনাইশ দোহাজারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : আহত ১০

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নব গঠিত দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী বাজারে গত বুধবার রাত ৮টার সময় আধিপত্য বিস্তার নিয়ে উল্লাপাড়া ও হাজাম পাড়ার মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া প্রায় ১৫ রাউন্ড গুলি বর্ষণ, দোকান ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে সেলিমউদ্দিন(৪০), দেলোয়ার(২৬), সজিব(১৫), ইছমাইল(১৮), মো: ইউচুপ(২০), ও বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনসহ প্রায় ১০জন আহত হয়। এ সময় পুরো দোহাজারী রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাটসহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হতে হয় মহাসড়কের দু’পাশে আটকে পড়া যাত্রী সাধারণকে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে। বর্তমানে দোহাজারী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে কিছু উশৃঙ্খল যুবক এলাকায় আধিপত্য বিস্তার করে চাদাঁবাজি, দখলবাজি করে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ব্যবসা বাণিজ্যে নেমে আসে মন্দাভাব। ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ