Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বসতভিটা দখল চেষ্টায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মহানগরীর শিরোমনি দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার সরদারের বসতবাড়ী জবর দখলের চেষ্টায় অতর্কিত হামলা চালিয়েছে এলাকার প্রভাবশালীরা। গতকাল দুপুর আড়াইটার দিকের এঘটনায় আব্দুল জব্বার সরদার (৪৫) কে কুপিয়ে ও তার ছেলে মেহেদী সরদারকে (২৮) বেধড়ক মারপিট করে জখম করেছে। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘদিন বসবাস করছেন মৃত মোকসেদ সরদারের ছেলে আব্দুল জব্বার সরদার। ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। গতকাল দুপুর আড়াইটার দিকে ওই বসতভিটা জবর দখলের উদ্দেশ্যে স্থানীয় সোহেল সরদার, জিয়া সরদার, জিন্নাত সরদার, সবুজ সরদার, মুনসুর শেখ, তারেক শেখ, তুষার শেখ, শামিম সরদার, মামুন সরদার, ভেমর সরদার ও জুই সরদারসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ