Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গত বুধবার রাত ৯টায় উপজেলার বরমী ইউনিয়নাধীন সুতিয়া নদীতে ঈদদোত্তর ভ্রমন করতে গিয়ে স্থানীয় মাদরাসা ছাত্র রফিকুল ইসলামের (১৬) নদীতে ডুবে করুন মৃত্যু হয়েছে। সে উপজেলা বিধাই গ্রামের আবুল কালামের পুত্র ও বিধাই দাখিল মাদরাসার ছাত্র। জানা যায়, গত বুধবার সকালে রফিকসহ ৪০ যুবক ঈদ উত্তর আনন্দ করতে ইঞ্জিন চালিত নৌকা যোগে ভ্রমন করতে যায়। দিন ভর তারা শ্রীপুর, গফরগাঁও ও কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নদী পথে ভ্রমন করে। রফিকের বন্ধুরা জানায় রাত ৯ টার দিকে বাড়ী ফেরার নদী পথে বরমী বাজারের উত্তর পাশে সূতিয়া নদীর পাইটাল বাড়ী ব্রিজের কাছে নৌকার ছাদে ঘুমন্ত রফিক হঠাৎ করে গড়িয়ে নদীতে পড়ে যায়। রফিকের বন্ধুরা ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোক জন এসে মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল সকালে টঙ্গী থেকে দমকল বাহিনীর ডুবুরী দল সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলের দু’মিটার দূর থেকে রফিকের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানায় কোন অপমৃত্যু মামলা হয়নি। এদিকে পরিবারের সাথে অভিমান করে বাড়ীতে না গিয়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন ঝাউবন গ্রামের রোজাউল হোসেনের পুত্র ও উপজেলার মুলাইদ গ্রামের সাহাব উদ্দিনের ভাড়াটিয়া মো: রতন মিয়া (২২) গলায় মাফলার পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ