Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে পদ্মার চরাঞ্চল মাঝারদিয়ড়ে গতকাল সন্ধ্যায় দু’পক্ষের মারামারিতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৫জন। এলাকাবাসী জানায়, নদীর এপারে শহর থেকে চর মাঝারদিয়াড়ে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু বিকেলে বাড়ির পাশে আম বাগানে খেলা করছিল। এসময় সামসুদ্দিনের পুত্র শাহআলম তাদের গাছ থেকে শিশুটি আম পেড়েছে বলে শিশুটিকে মারতে যায়। তখন শিশুটির এক স্বজন গিয়ে শাহআলমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং শিশুটিকে নিয়ে আসে। ঘটনাটি শাহআলম গিয়ে তার ভাই মোরসালিন, মুন্তাজ, তাওয়াব, হামিন, হামিজুলের পুত্র নওশাদ, এশা, আসাদসহ কয়েকজনকে জানায়। এরপর তারা হাজমত ও তার পুত্র বাবুদের উপর চড়াও হয়। এসময় দু’পক্ষের মধ্যে মারামরি বেধে যায়। সেময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে অন্তত ১জন গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়েছে। আহতদের নগরীর বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকার ইউপি সদস্য শামিম হোসেন ও চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল মারামারির বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ