পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ থেকে ৭ শতাংশ নির্ধারণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। বিদ্যমান অর্থনৈতিক ক্লান্তিলগ্নেই প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করল দেশটি। বর্তমানে চীনের শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন নিম্নমুখী হয়ে পড়েছে, ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে উল্লেখযোগ্য হারে। এছাড়া বিশ্বব্যাপী তেলের দামে ধস তো রয়েছেই। এসব কারণে কর্মসংস্থানচ্যুত হয়েছেন দেশটির হাজার হাজার কর্মী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। সিএনএন মানির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬.৯ শতাংশ, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর ১৯৯৫ সালের পর এই প্রথম এত কম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করল চীন। অর্থাৎ ২০ বছর পর প্রবৃদ্ধির এ রকম লক্ষ্যমাত্রার ঘোষণা দিল বেজিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।