Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইমারি স্কুলের চাকরি নিতে ঠিকানা জালিয়াতি!

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা ঃ ঝিনাইদহের সরকারী প্রাইমারি স্কুলে দপ্তরী কাম প্রহরী পদে চাকরী নিতে মহা জালিয়াতির ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে আল-মামুন তার ঠিকানা পরিবর্তন অন্য ইউনিয়নে চাকরীর জন্য আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধান করে জানা গেছে আল মামুন ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা। মহারাজপুর ইউনিয়নের ভোটার তালিকায় তার নাম আল-মামুন, ভোটার আই.ডি নং-৪৪০৬৪১০০০৩৩৪, পিতাঃ রেজাউল করিম, মাতাঃ সালেহা বেগম, জন্ম তারিখ: ৫-১০-৯২, বাজার পাড়া, বিষয়খালী, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ বলে উল্লেখ আছে। কিন্তু তিনি পরিচয় গোপন করে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মীরেরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে চাকরীর জন্য আবেদন করেছেন। আবদেন পত্রের সাথে দেওয়া কাগজপত্র প্রার্থী আল মামুন জাল করে দাখিল করেছেন বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে মহারাজপুর ও নলডাঙ্গা ইউনিয়নে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে মীরেরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন কোন মন্তব্য করতে রাজি হন নি। তিনি আবেদনপত্রগুলো গত ২২ মে ঝিনাইদহ উপজেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান। এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জানান, আল মামুন নামে এক যুবক জন্ম নিবন্ধনের আবেদন করেছিলো। এরপর আমি আর কিছুই জানি না। নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইরফান বিশ্বাস খবরের সত্যতা স্বীকার করে বলেন, এভাবে চাকরী নেওয়া অবৈধ। কারণ আল মামুন ও তার পরিবার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা। উল্লেখ্য সরকারী প্রাইমারি স্কুলে দপ্তরী কাম প্রহরী পদে চাকরীর আবেদন করতে হলে সেই প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে কেচমেন্ট এরিয়ার সনদপত্র, ভোটার আইডি ও ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ নিতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ