Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবালয়ে ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে উত্তেজনা

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে ১জুলাই অনুষ্ঠিতব্য নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে নবীনবরণকে সামনে রেখে ছাত্রলীগের একটি গ্রæপের সহযোগীতায় প্রিন্সিপ্যালের নেতৃত্বে ব্যাপক আয়োজনের প্রস্তুুতি চলছে। অপরদিকে ছাত্রলীগের আরেকটি গ্রæপ প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদারের অপসারণের দাবিতে আন্দোলন কর্মসূচী পালন করছে। উভয় গ্রæপের নেপথ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। ফলে এ রকম পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ১জুলাই শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ আওয়ামীলীগের স্থানীয় শীর্ষ নের্তৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও স্থানীয় এমপি এ,এম, নাঈমূর রহমান দূজয়ের নাম অতিথি’র তালিকায় নেই। এতে এমপি’র সমর্থক নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় প্রিন্সিপ্যালের অপসারণ দাবিতে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের পর স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। কলেজ ছাত্রলীগে’র সভাপতি সবজাল হোসেন টিপুর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা রবিউস সানি, রিজভি আহম্মেদ রিয়াদ, শিমুল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে গত বুধবার কলেজ সভাকক্ষে শিক্ষক-কর্মচারী, জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগ নের্তৃবৃন্দের উপস্থিতিতে নবীনবরণ সফল করার উদ্দেশ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম-সম্পাদক দেবাশীষ ঘোষ জয়, কলেজ ছাত্রলীগের সহসভাপতি শাওন আহম্মেদ, সাধারণ সম্পাদক রবিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে কলেজ প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদার বলেন, ছাত্রলীগের একটি গ্রæপ আমাকে হেয় পতিপন্ন করে ১জুলাই কলেজে’র নবীনবরণ অনুষ্ঠানকে বানচাল করার পাঁয়তারা করছে তারা। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কলেজ উন্নয়নের স¦ার্থে অনুষ্ঠানকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কতিপয় কয়েকজন বিছিন্নভাবে বিরোধীতা করলেও অনুষ্ঠান সফল হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ