বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাঐড় বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ ও তার চার সহযোগীসহ মোট ৫ জনকে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে পুলিশ গ্রেফতার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহ¯প্রতিবার দুপুরে ছাঐড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে গরম চুয়ানি ‘চোলাইমদ’ হাসের মাংস ও কালাইয়ের রুটি দিয়ে প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ তার ঘনিষ্ঠ চার সহযোগীকে নিয়ে মাদক সেবনের জমকালো আসর বসায়। এ সময় গোপণ সংবাদের ভিত্তিত্বে তানোর থানার এসআই সাইফুল ইসলাম, পিএসআই জাহিদ, এএসআই কামরুজ্জামান-১, এএসআই কামরুজ্জামান-২, এএসআই দ্বিপেন চন্দ্র দেবনাথ ও এএসআই শামিম সঙ্গীয় ফোর্স নিয়ে স্কুলে অভিযান চালিয়ে স্কুলের অফিস কক্ষে মদের আসর থেকে তাদের ৫ জনকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন-তানোরের কামারগা ইউপির ছাঐড় গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র ও ছাঐড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ (৪২), একই স্কুলের সহকারী শিক্ষক ও হাতিশাইল গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র বুলবুল আহম্মেদ (৩৫), তানোর সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও বারঘরিয়া গ্রামের হাজী জিয়ার উদ্দিনের পুত্র শাহ্ আলম (৩৫), ঢাকা জেলা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও হাতিশাইল গ্রামের মৃত আব্বাস রফিকের পুত্র মোস্তাফিজুর রহমান (৩৮) এবং সাবেক সেনা সদস্য ও বিহারইল গ্রামের ফজলুর রহমানের পুত্র দুরুল হুদা (২৮)। আটকের পর তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার জন্যে নেয়া হলে তারা স্বেচ্ছাই মাদক সেবনের কথা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।