বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি, লুঙ্গি এখনও বিতরণ হয়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদুল ফিতরের শাড়ি ও লুঙ্গি মওজুদ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনিন্দ্রনাথ হালদার বলেন, প্রথমে উপজেলা পরিষদ থেকে ৩৫৪ পিচ শাড়ি ও লুঙ্গি বরাদ্দ দেয়া হয়, পরে ৫৪ পিচ রেখে ৩শ শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হচ্ছে, ইতিমধ্যে ২১৩ পিচ বিতরণ হয়েছে ৮৭ পিচ বাকি রয়েছে। এছাড়া আর কোন শাড়ি বা লুঙ্গি পাওয়া যায়নি। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ পান্ডে বলেন আমরা কোন শাড়ি লুুঙ্গি পাই নি। সংরক্ষিত মহিলা সদস্য ললিতা ভাবুক বলেন, এ নিয়ে আমি কিছু বলবনা। এদিকে ৬নং ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান বলেন, প্রথমে ৩৫৩ পিচ ও পরে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৪০ পিচ শাড়ি ও লুঙ্গি পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।