Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র সভাপতি নির্বাচিত

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জে আনন্দ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র সভাপতি নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দিলকুশার বিআরটিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এদিকে, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ উপজেলাসহ জেলার সর্বত্র আনন্দের বন্যা বইছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী, মুড়াপাড়া, তারাব, ইছাপুরা, কাঞ্চন, চনপাড়া, বরপা, ভুলতা, কায়েতপাড়া, নাওরা, নগরপাড়া, ব্রাহ্মনখালীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়। বিআরটিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়, বিআরটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, সিআইডি বিভাগের অতিরিক্ত ডিআইজি এস.এম কামাল হোসেন, কার হাউজের চেয়ারম্যান আনোয়ারা বেগম, অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার সৈয়দ শরীফ উদ্দিন কাদেরী, বন্দরের এম.এ রশিদ, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এস.এম জাহাঙ্গীর হোসেন, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ডা. ওয়াজেদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ