Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মীরসরাইয়ের মহামায়া লেক

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভ্রমণপিপাসু পর্যটকদের হাতছানি দিয়ে ডাকা চট্টগ্রামের সৌন্দর্যের সেরা অপরূপ প্রকৃতি ঘেরা মীরসরাইয়ের মহামায়া লেক ও ইকোপার্কে এবার নেমেছে দর্শনার্থিদের ঢল। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত ও ছিল ছোট বড় নৌকার মাঝিরা। প্রাকৃতিক বৈচিত্রময় অনাবিল সুন্দরের এই মহামায়া লেকে এবার ঈদের দিন ও তার পরেরদিন ছিল উপচে পড়া ভিড়। অন্তঃত ৩০ হাজার মানুষের সমাগম ঘটেছে বলে অনেকে ধারনা করছেন। ঈদের দিন ১০হাজার এর মতো হলেও পরদিন ২০ হাজার মানুষের সমাগম পুরো এলাকাকে করে তুলেছে লোকারণ্য হাটের মতো। উপচে পড়া ভিড় তবু ও মানুষ খুবই খুশি। কুমিল্ল­া থেকে বেড়াতে আসা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনায় অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ফারজানা আক্তার বলেন পাহাড়, জলরাশি আর নীল আকাশের এতোটা সমন্বয় আমি আর কোথাও দেখি নাই। তিনি বলেন ভাইবোন সবাই একসাথে এসেছি। খুব মজা লাগছে। মাছের জন্য অধির আগহে বড়শি পাতা চট্টগ্রামের খাতুনগঞ্জের ইকবাল বাহার বললেন আমি প্রায়ই আসি, এবার লোকজনের এতো তরুন তরুনীর প্রাণোজ্বল ভীড় ও আনন্দ উপভোগ করার দৃশ্য দেখে নিজের গুম হয়ে থাকা মনে কেমন যেন হৈ চৈ এ মেতে উঠতে ইচ্ছে করছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প, দেশের ৬ষ্ঠ সেচ ও প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প মুহুরী প্রজেক্ট, আট স্তর বিশিষ্ট জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা ও বাওয়াছড়া প্র্রকল্প। ঈদের ছুটিতে প্রকৃতির অতি কাছাকাছি যে যেতেই হবে। শুধু মহামায়াই নয়, খৈয়াছরা ঝর্ণা, বাওয়াছরা, মুহুরী প্রজেক্ট এলাকার অপার সৌন্দর্যমন্ডিত প্রকৃতির সঙ্গে এবার ঈদে হাজার হাজার দর্শনার্থি। তাই এখানকার মুখরিত জনপদ হয়ে উঠলো আরো মুখর। দেশের সেরা অনেকগুলো ঝর্ণার সমাহার মীরসরাইতে এখন। বিশেষ করে খৈয়াছরা ঝর্ণা দেখতে এবার ও অন্যান্য বয়সের তুলনায় তরুন তরুনীদেরই বেশী আসতে দেখা গেছে। ৪০ ফটক গেট বিশিষ্ট মুহুরী প্রকল্পে জলের আছড়ে পড়া দেখতে সেখানে ও দর্শনার্থী অনেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ