Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামলী পরিবহনের সুপার ভাইজারকে শ্বাসরোধ করে হত্যা

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাঙ্গাদাহ নামক স্থান থেকে শ্যামলী পরিবহনের সুপার ভাইজার মানিক উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের হাজী আখতার হোসেনের পুত্র। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, বাঘাবাড়ি-ডেমরা অভ্যন্তরীণ সড়কে তার থানাধীন ভাঙ্গাদাহ নামক স্থান একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে গত বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে এবং তার পরিচয় নিশ্চিত পায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গত ২৭ জুন মঙ্গলবার রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ এখনো তা নিশ্চিত হতে পারেনি । ওসি আশা করছেন, খুব শিঘ্রই হত্যা রহস্য উদঘাটিত হবে। মানিকের মৃত্যুতে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ ফিরোজ হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ