Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় হামলায় আহত কৃষকের মৃত্যু

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে দুই গ্রæপের সংঘর্ষে আহত মনিরুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত মনিরুদ্দিন ওই গ্রামের তোরাব বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত মঙ্গলবার শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে সাবেক মেম্বার আনোয়ার হোসেন ও বর্তমান মেম্বার নজরুল ইসলামের সমর্থকরা মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে নজরুল মেম্বারের লোকজন মনিরুদ্দিনকে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সেফাত ক্লিনিকে ভর্তি করা হয়। তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই জিয়ারত বিশ্বাস বাদী ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ জামিরুল, পিকুল, মনিরুল, আব্দুল হান্নান ও আক্কাচ আলিকে গ্রেফতার করে। এদিকে মনিরুদ্দীনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ