রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে দুই গ্রæপের সংঘর্ষে আহত মনিরুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত মনিরুদ্দিন ওই গ্রামের তোরাব বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত মঙ্গলবার শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে সাবেক মেম্বার আনোয়ার হোসেন ও বর্তমান মেম্বার নজরুল ইসলামের সমর্থকরা মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে নজরুল মেম্বারের লোকজন মনিরুদ্দিনকে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সেফাত ক্লিনিকে ভর্তি করা হয়। তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই জিয়ারত বিশ্বাস বাদী ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ জামিরুল, পিকুল, মনিরুল, আব্দুল হান্নান ও আক্কাচ আলিকে গ্রেফতার করে। এদিকে মনিরুদ্দীনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।