Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় আ.লীগ নেতার আগমনে সমালোচনা

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দীর্ঘ ৮/১০ বছর পরে হঠাৎ করে আ.লীগ নেতা মেজর (অব:) আতম হালিমের আগমন। তিনি এখন এসেছেন কিছু ঈদবস্ত্র বিতরণ করার জন্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) এলাকার প্রচার প্রচারণার জন্য। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এতে ক্ষুব্ধ নগরকান্দা তৃণমূল এলাকাবাসীরা। দীর্ঘ ৮ বছর ধরে নগরকান্দা সালথার সাধারণ জনগণ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু মামা কর্তৃক মামলা ও নির্যাতনের শিকার হয়ে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার জনগণের ওই বিপদের সময় মেজর (অব:) আতম হালিমকে এলাকায় সাধারণ জনগণের পাশে কিছুক্ষণের জন্যও দেখা যায় নাই। বরং নিজে আত্মগোপন করে ঢাকায় বসেছিলেন। নগরকান্দা-সালথা এলাকাবাসীর এই বিপদের মুহুর্তে ফরিদপুরের দুই বিশিষ্ট আ.লীগ রাজনৈতিক নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল নগরকান্দা ও সালথা জনগণের পক্ষে এগিয়ে আসেন এবং বাবলু মামার অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করেন। এলাকাবাসীরা বলেন, যেই নেতা নিজ এলাকার সাধারণ জনগণকে রক্ষা করতে পারে না, সে কিসের নেতা? তাকে ভোট দিয়ে আমাদের কি হবে? আমরা এমন এক নেতাকে খুঁজছি যিনি সবসময় এলাকায় থাকবেন এবং জনগণের খোঁজখবর নেবেন।



 

Show all comments
  • Nurul Islam ১ জুলাই, ২০১৭, ৮:১৮ পিএম says : 0
    সু সময়ে অনেককেই পাওয়া যায়। যে যাই বলেন সালথা নগরকান্দা আ'লীগে কিন্তু এখন সবচেয়ে বড় দুঃসময় চলছে। দিশেহারা নেতা-কর্মীদের নির্যাতন থেকে বাঁচিয়েছেন বরকত ভাই এবং রুবেল ভাই। কিন্তু বিশৃঙ্খল সংগঠনকে সংগঠিত করবেন কে ? নির্বাচন কিন্তু আসন্ন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ