Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসুফ আলীর চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুর্দান্ত ফুটবল খেলোয়াড় এবং কুমিল্লা ফকিরহাট হাইস্কুলের অঙ্কের শিক্ষক মাস্টার ইউসুফ আলী (৬০)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তার একমাত্র মেয়ে ইরানি জানায়, আমার জন্মের পর থেকে আমার মাও হার্টের সমস্যায় ভুগছেন। আমি একটি প্রাইভেট কোম্পানীতে সামান্য বেতনে চাকরি করি। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার খরচ, বাসা ভাড়া সহ সংসারের যাবতীয় ব্যয়ভার চালাতে গিয়ে ধার-দেনা করে হিমসিম খাচ্ছি। বাবার অবস্থার অবনতি দেখে জরুরীভাবে চিকিৎসার জন্য তাকে কিডনী বিশেষজ্ঞ ডাক্তার সহকারী অর্ধাপক ডাঃ নাসির আহমেদ এর নিকট নিলে তিনি ঢাকা জাতীয় কিডনী হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার একটি কিডনী সম্পূর্ণ নষ্ট। একটির ক্রিয়েটিনি পয়েন্ট ১১.১ ও অপর কিডনীটির ক্রিয়েটিনি পয়েন্ট ৩.২। জরুরীভাবে অপারেশন করে একটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তাররা। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা প্রয়োজন। অপরেশন না হওয়া পর্যন্ত তিনটি ডায়ালাইসিস করার পরামর্শ দেন। আমার পক্ষে অসুস্থ বাবার চিকিৎসার এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
তাই বাধ্য হয়ে সমাজের ধনী, দানশীল, বৃত্তবান, হৃদয়বান ব্যক্তি ও সেবা সংগঠনসহ সরকারের নিকট চিকিৎসার অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আকুল আবেদন জানান অসহায় মেয়ে।
সাহায্য পাঠানো ঠিকানা-
বিলকিস ইরানি মেয়ে)
সঞ্চয়ী হিসাব নং- ১০৬৩৩ (অনাইন)
উত্তরা ব্যাংক লিমিটেড
রমনা শাখা, ঢাকা-১০০০
মোবা : ০১৯৪২০৫৫২২৯ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ