Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দিলো থানা পুলিশ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই ইউনুছ মোল্লা নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটকের পর উৎকোচ গ্রহণ করে পরে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে চরএলাহী ইউনিয়ন হচ্ছে একটি উপকূলীয় ইউনিয়ন। এ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিচ্ছিন্ন দ্বীপ উড়ির চরের চর আমজাদের নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ গিয়াস উদ্দিন (৪০) কে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বীর নির্দেশে আটকের ১দিন পর ছেড়ে দিলেন চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনসার্চ এস.আই ইউনুছ মোল্লা। আটককৃত গিয়াস উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। মামলা আসামিরা হলেন- গিয়াস উদ্দিন (৪০), আলা উদ্দিন (৩৮), মাষ্টার (৩৫), আলা উদ্দিন (৪৫)। ছেড়ে দেওয়ার পর মামলার বাদীনি বিবি হাজেরাকে হত্যার হুমকি দিচ্ছে নারী নির্যাতনের মামলার ১নং আসামী গিয়াস উদ্দিন সহ তার দলবল। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদীনি বিবি হাজেরা। এদিকে নোয়াখালীর জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরীফের কাছে আসামি গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নাই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনসার্চ এস.আই ইউনুছ মোল্লার কাছে তার মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি ওসি সাহেবের নির্দেশে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করি, পরে ওসি সাহেবের নির্দেশে তাকে ছেড়ে দিই। অপরদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বীর নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ