রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামে জমি নিয়ে ভাই-বানের বিরোধের জের ধরে ভাগ্নে তাহাদ কাজীর বাড়ীর সিমানা ঘেষা একটি ঘর ভাঙচুর করে ঘর থেকে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তাহাদের মামা হাসেম আলী খানের দুই ছেলে ইকরাম (৩৫), ইমরান (৩২) ও নাতি জুয়েল খান (২২) দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। এ ব্যাপারে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরোজমিনে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে একটি ঘরের টিন খোলা ও বেড়া ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ইকরাম ও ইমরানের পিতা হাসেম আলী খান ঘটনা অস্বীকার করে বলেন, আজ সাংবাদিকরা এখানে আসার আগে তাহাদের বড় ভাই নিজেই ঘরের টিন লাঠি দিয়ে ভাঙচুর করেছে। অপরদিকে গ্রামবাসীর একাধিক পুরুষ ও নারী জানান ভাঙচুর এবং টাকা লুটের ঘটনা সত্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।