Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে জুনায়েদ হত্যাকান্ড

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুরে বহুল আলোচিত শিশু মো. জুনায়েদ হত্যা মামলার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কালিকাপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও এই মামলা থানা পুলিশ থেকে ডিবি পরে সিআইডিতে হস্তান্তর করার পরে তদন্তে অগ্রগতি না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। উল্লেখ্য, উপজেলার সোনাপুর ইউপির পশ্চিম দৌলতপুর (বারুল) গ্রামের ছেরাজুল আলম সেলিমের পুত্র ও পশ্চিম দৌলতপুর দক্ষিণপাড়া নুরানী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র মো. জুনায়েদ (৮) গত ২০১৫ সালের ২৭ জুন দুপুরে নিখোঁজ হয়। ওই দিন ভোরে স্থানীয়রা একই গ্রামের আব্দুর রউফ মিয়ার পুকুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় লাশের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এঘটনার দুই দিন পর ২৯ জুন নিহতের পিতা সেলিম বাদী হয়ে একই গ্রামের মৃত বসু মিয়ার পুত্র নাছির উদ্দিন বলি (৫২) ও তার পুত্র মো. হাবিবকে (২৫) সন্দেহ ভাজন আসামি করে অপহরণ মামলা দয়ের করলে পুলিশ অভিযুক্তদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। নিহতের পিতা ছেরাজুল আলম সেলিম জানায়, নাছির উদ্দিন বলির সাথে তার জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে নাছির উদ্দিন বলি তার পুত্রকে অপহরণের পর হত্যাকরে লাশ পুকুরে ফেলে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ