রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুর সদর উপজেলার পূর্ব চররোসুন্ধি মালতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে রেশমা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ির পিছনের একটি কাঠালগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। রেশমা ওই গ্রামের আব্দুর রব সরদারের ছেলে ফরিদ সরদারের স্ত্রী। ৭ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে ৫ বছরের এক ছেলে ও ২ মাসের একটি মেয়ে রয়েছে। এ ঘটনার পর থেকে রেশমার স্বামীসহ শ্বশুড় বাড়ির সবাই পালিয়ে গেছে। রেশমার পরিবারের অভিযোগ, রেশামাকে তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য হত্যা করে বাড়ির পিছনের ছোট একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে সবাই পালিয়ে গেছে। রেশমার বাবা জুলহাস ঘরামী বলেন, বিয়ের সময় মেয়ের সুখে কথা চিন্তা করে ৫ ভরি স্বর্ণালংকার, খাট সুকেস আলমারী এবং পাকা ঘর নির্মানের জন্য ২ লাখ টাকা যৌতুক দিয়েছি। ইদানিং ওরা আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে। দুই লাখ টাকা যৌতুক দিতে না পারায় ওরা আমার মেয়েকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমি এই হত্যার বিচার চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।