রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার চর খোর্দ্দা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার আব্দুল বাতেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক লাটশালা চর গ্রামের আবুল খায়ের মন্ডলের পুত্র। জানা যায়, প্রায় ১০/১১ বছর আগে চর খোর্দ্দা গ্রামের চয়ের আলী মন্ডলের কন্যা ফাতেমার সাথে আব্দুল বাতেনের বিয়ে হয়। বিয়ের পর তারা সুখেই সংসার করে আসছিল। সংসার জীবনে তাদের দুইটি সন্তানও রয়েছে। ইদানিং স্ত্রী ফাতেমার দাবি তার স্বামী মানসিক রোগী। এ নিয়ে গত দুই দিন আগে গ্রাম্য সালিশ বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত মতে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে মানসিক রোগী বলা যাবে না বলে সিন্ধান্ত গৃহীত হয়। এরপর গত বুধবার ছেলে ও মেয়ে পক্ষের লোকজন রংপুর শহরে গিয়ে বাতেনের পরীক্ষা নিরীক্ষা করায়। ডাক্তার জানায়, বাতেন মানসিক রোগী নয়। অতপর তারা বাড়িতে ফিরে আসে। ওইদিন রাত ১০টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে বাতেন, কিন্তু পরে আর ফিরে আসেনি। গতকাল বৃহস্পতিবার সকাল বেলা বাড়ি থেকে ২০০গজ দক্ষিণে ফাকা জায়গায় একটি কবর স্থানের পাশে একটি ইউক্লিপটাস গাছের কাছে মাটিতে পড়ে থাকা তার লাশ দেখতে পাওয়া যায়। থানার ওসি আতিয়ার রহমান জানান পোস্ট মর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।