Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : কচুয়ায় গলায় ফাঁস দিয়ে তারিন (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইসমাইল মিয়ার কন্যা। জানা যায়, তারিন তেতৈয়া আদর্শ স্কুলে ৬ষ্ট শ্রেনীতে পড়াশুনা করে আর্থিক অভাব অনটনের কারনে বন্ধ করে দেন। সম্প্রতি তার বাবা ইসমাইল ও মা সহ মেয়ে তারিনকে বিয়ে দেওয়ার জন্য পায়তারা করেন। তারিন তা মেনে নিতে পারেনি। তারিনের ইচ্ছে ছিলো সে পড়াশুনা করবে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মা-বাবা তারিনের জন্য ছেলে দেখতে গেলে দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ করে ঘড়ের আঁড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাাড়ির লোকজন দেখতে পেয়ে ডাক চিৎকার করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কচুয়া থানা পুলিশকে খবর দেন। স্থানীয়রা জানান, বিষয়টি রহস্যজনক। তবে পূর্বে তারিনের সাথে জনৈক এক ছেলের সাথে প্রেম ছিল। মনে হয় এই কারন বা তারিনের বাবা-মা তা মেনে নিতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ