রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে প্যাকেটজাত আয়োডিনবিহীন লবন বিক্রির দায়ে ৪ লবন ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক ও শহীদ জহুরুল হক সড়কের এক অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- সৈয়দপুর শহরের শহীদ জহুরুর হক সড়কের মমতাজউল্ল্যাহ এন্ড সন্স, আলম স্টোর ও রেজওয়ান ট্রেডার্স এবং শহীদ জিকরুল হক সড়কের জমশেদ আলী এন্ড সন্স। উল্লেখিত লবন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেক মালিকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পদ্ম সল্ট ক্রাশিং কোম্পানি (প্রাঃ) লিমিটেড নামের এক কোম্পানির আয়োডিনবিহীন প্যাকেটজাত লবন রেখে বিক্রির দায়ে ওই জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।