Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক: সংসদে অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ২:৪৩ পিএম

স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশে ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থায় আছে যা সমগ্র অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে অর্থনীতি ঝুঁকিতে না পড়ে।’
বৃহস্পতিবার সকালে স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর অর্থ বিভাগ খাতে ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতিকে অনধিক ৫৩ হাজার ৮৩৩ কোটি ৮০ লাখ টাকা মঞ্জুরির প্রস্তাব করলে ৬ জন সংসদ সদস্য এতে আপত্তি করেন। সংসদ সদস্যদের আপত্তির জবাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
পরে আপত্তি আনা সংসদ সদস্যদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকোচ হয়ে যায়।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের লালবাতি জ্বললে আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়। সরকার ব্যবসা করলে ভালো করে না, এ জন্যই সরকারকে ব্যবসা করার কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়াই বেসরকারি খাতে পরিচালিত হয় এবং তারা ভালো করছে। গত ৮ বছরে ব্যাংকিং খাত ও মানি মার্কেটে ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে। মানি মার্কেট ও ব্যাংকিং খাতে সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সুফল আপনারা অতিসত্ত্বর দেখতে পাবেন। বর্তমানে বাংলাদেশে ৫৮টি ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করছে।’



 

Show all comments
  • আব্দুল্লাহ মামুন ২৯ জুন, ২০১৭, ২:৫৬ পিএম says : 0
    অর্থমন্ত্রিকে বাহবা না দিয়ে পারা যায় না জনগনের টেক্সের আর ভ্যাটের টাকা বড় বড় আমলারা খাবে আর ভর্তকি দিবে সরকার। আর আমলাদের বিচার ত হবেনা। কেননা আমলারা যে সরকারের লোক
    Total Reply(0) Reply
  • SUBORNA ALAM ২৯ জুন, ২০১৭, ৩:০৬ পিএম says : 0
    আপনি চুরি ,বাটপারি, ঘুষ খাওয়া, এবং লুটপাট, হ্যাকিং এ সহযোগিতা বন্ধ করূণ ,দেখবেন বাংক গুলো নাজুক নয় বরং নাদুস নুদুস হয়ে গেছে ;
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২৯ জুন, ২০১৭, ৬:১০ পিএম says : 0
    মাননীয় মন্ত্রী, বললেন, ব্যাংকিং খাত নাজুক। তা হলে এর দায় কে নিবে। এর সর্বচ্চ পদে ত আপনি আছেন। নাজুকের কথা স্বীকার করছেন, এখন দয়া করে পদত্যাগ করে সরে পড়ুন। জনগণকে নাজুকের হাত থেকে মুক্তি দিন। জনগণের কষ্টার্জিত টাকা ব্যাংকে থাকে, আর সেই টাকা লুটারা লুট পাট করছে। জনগণের পরিশ্রমের টাকায় বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ সৃষ্টি হয়। সেই টাকার ও একটা অংশ চুরি হয়ে গেল। বেসিক, সোনালী ব্যাংক লুট পাট হলো। বেশ হইচই হলো। আপনি ও কিছু বললেন। কিন্তু কোথা থেকে যেন খামুস শব্দ শুনে খামুস হয়ে গেলেন। রিজার্ভ চুরির বেলায় ও তা হলো। ঋৃণখেলাপীরা ব্যংকের টাকা নিয়া বিলাস বহুল যাপন করছে। আর আপনি জনগণের টাকা নিয়ে এদেরে যোগান দিচ্ছেন। ঋৃনখেলাপীরা দেশ ও জাতীয় শত্রু। এদেরে চিহ্নত করুন। শাস্তির আওতায় আনুন। ব্যাংক ও জাতীয়কে বাঁচতে দিন। নয় বৎসর বাজেট দিলেন। বেশ বাহবা নিলেন। গর্ব করলেন। কিন্তু তাকায়ে দেখলেন না। জাতীয় কি দিল। আর জাতীয় কে আপনি কি দিলেন। পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমিন।
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৯ জুন, ২০১৭, ১০:৩০ পিএম says : 0
    শুধু ব্যাংক খাত কেন, লুটপাট, চুরি-বাটপারি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন-খারাবী ছাড়া আর কোন্ খাতের স্বাস্থ আপনারা ভালো রেখেছেন, শুনি.!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ